নরেন্দ্রপুর, ২ জুলাই (হি. স.) :কলকাতা লাগোয়া নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া গঙ্গাজোয়ারা রোডের পাশে এক মহিলার নগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। শরীরে ধারালো অস্ত্রের কোপ। প্রাথমিকভাবে খুন বলেই মনে করছে পুলিশ। এখনও পর্যন্ত নাম ও পরিচয় জানা যায়নি। দেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা গড়িয়া গঙ্গাজোয়ারা রোডের পাশে এক জায়গায় দেহ ভেসে উঠতে দেখেন। তারাই খবর দেন নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এক মহিলার দেহ কে বা কারা এখানে ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় রাস্তায় ও দোকানে যে সমস্ত সিসিটিভি লাগানো আছে তার ফুটেজও দেখা হচ্ছে। পাশাপাশি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।