মানহানির মামলায় তৃণমূল সাংসদ সাকেতকে ৫০ লক্ষ জরিমানা আদালতের

নয়াদিল্লি, ১ জুলাই (হি. স.) : প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর দায়ের করা মানহানির মামলায় তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত। সোমবার দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি গোখলেকে একটি সর্বভারতীয় সংবাদপত্রের মাধ্যমে এবং তাঁর এক্স হ্যান্ডেলে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ পালনের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদকে আট সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আর এক্স হ্যান্ডেলে ক্ষমাপ্রার্থনার পোস্ট ৬ মাস রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

২০২১ সালের জুন মাসে এক্স হ্যান্ডেলের (টুইটার) পোস্টে সাকেত অভিযোগ করেন, রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরী আয়ের সঙ্গে সংগতিহীন রোজগার দিয়ে সুইজারল্যান্ডে জমিবাড়ি কিনেছেন। তা নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল। এরপর লক্ষ্মী পুরী বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন। সাকেতের বিরুদ্ধে মানহানির মামলা করেন। পুরী আদালতে বলেন, সাকেত গোখেলের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সাকেত যা লিখেছেন তাতে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। তিন বছর মামলা চলার পর অবশেষে তৃণমূল সাংসদকে দোষী সাব্যস্ত করেছে দিল্লি হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *