নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): সমস্ত দেশবাসীর কাছে বৃক্ষরোপণের অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১১১-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই বছর বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেড় মা কে নাম’ নামে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে। আমিও আমার মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। আমি সমস্ত দেশবাসীর কাছে আবেদন করেছি, তাঁরাও যেন নিজেদের মায়ের নামে একটি গাছ লাগান।”
মন-কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আমার প্রিয় বন্ধুরা যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পর্ক কোনটি আপনারা নিশ্চয়ই বলবেন – মা। আমাদের সবার জীবনে মায়ের অবস্থান সবার উপরে। মা সব দুঃখ সহ্য করেও নিজ সন্তানদের লালন পালন করেন।”