খার্চি শুরু রবিবারে, তাই সমাপ্তির দিনে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা

আগরতলা, ২৯ জুন: পূণ্যার্থীদের কথা মাথায় রেখে খার্চি পূজার শেষ দিন রাজ্যব্যাপী সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামী ১৪ জুলাই  রবিবার থেকে শুরু হচ্ছে। এবছর  খার্চি পূজার শুভারম্ভ রবিবার ছুটির দিন হওয়ার কারণে অগণিত পূণ্যার্থীদের কথা বিবেচনা করে রাজ্য সরকার খার্চি পূজার শেষ দিন অর্থাৎ আগামী ২০ জুলাই শনিবার সরকারি ছুটি ঘোষণা করেছে।