পুণে, ২৩ জুন (হি.স.): বাইক আরোহীকে পিষে দিল বিধায়কের ভাইপোর গাড়ি। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে-নাসিক জাতীয় সড়কে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ময়ূর মোহিতেকে গ্রেফতার করেছে। তিনি সম্পর্কে পুণের বিধায়ক দিলীপ মোহিতে পাটিলের ভাইপো বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণে-নাসিক জাতীয় সড়কের ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন বিধায়কের ভাইপো ময়ূর। তখনই উল্টো দিক থেকে আসা ওই বাইকটিকে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃতের নাম ওম ভালেরাও।