রিও-তে দেশকে গর্বিত করে ফিরলেন সাক্ষী, উষ্ণ অভ্যর্থনায় স্বাগত

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): রিও অলিম্পিকে ইতিহাস গড়ে দেশে ফিরলেন হরিয়ানার মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক| SakshiMalikমহিলাদের ৫৮ কেজি কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সাক্ষী| ৱুধবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ব্রোঞ্জজয়ী কুস্তিগীরকে বরণ করে নিল দেশবাসী| সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন হরিয়ানার বেশ কয়েকজন মন্ত্রী| দেশের মাটি ছোঁয়ার পরই সাক্ষী বলেছেন, ‘অলিম্পিক থেকে পদক আনব, এমন ভাবনা আমার বহুদিনের| অবশেষে এই স্বপ্ন সত্যি হল|’
রোহতকে সাক্ষীর গ্রাম মোখরা খাসে তাঁকে বরণ করে নেয় পরিবার ও পাড়া-প্রতিবেশীরা| ব্রোঞ্জজয়ী কুস্তিগীরকে সংবর্ধনা জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *