নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : রাজধানী দিল্লিতে তৈরি হচ্ছে উত্তরাখণ্ড নিবাস, শনিবার নির্মীয়মান উত্তরাখণ্ড নিবাস নিরীক্ষণ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন দিল্লিতে নির্মীয়মান উত্তরাখণ্ড নিবাস পরিদর্শন করেছেন এবং নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, “এটি জাতীয় রাজধানী। উত্তরাখণ্ড থেকে লোকজন এবং আধিকারিকরা আসছেন… তাই, বর্তমান উত্তরাখণ্ড সদনের ক্ষমতা খুবই কম। সে কথা মাথায় রেখেই নির্মাণ করা হচ্ছে নতুন এই নিবাস। এতে ৫০টির বেশি কক্ষ রয়েছে…জুলাইয়ের মধ্যে এটি উদ্বোধন করার লক্ষ্য রয়েছে।”

