নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল ৱুধবার উপত্যকায় রওনা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্তি আগুনে পুড়ছে উপত্যকা| টানা ৪৬ দিন ধরে জারি রয়েছে কার্ফু| পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৱুধবার থেকে আরও সাড়ে পাঁচ হাজার জওয়ান মোতায়েন করা হবে বলে সূত্রের খবরে জানা গিয়েছে|
জম্মু-কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরতে গত কয়েকদিন আগে বিরোধী দলের নেতা ওমর আবদুল্লার নেতৃত্বে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন| বিরোধী ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধি দলকে কাশ্মীরের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এবার পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর যাচ্ছেন রাজনাথ সিং| তাঁর সঙ্গে উপত্যকায় যাবেন রাজীব মেহঋষি|
উল্লেখ্য, গত ৯ জুলাই নিরাপত্তাবাহিনীর গুলিতে হিজৱুল জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর| নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ৭০ জনের মৃতু্য হয়েছে|