ব্য়র্থ এগজিট পোল, লক্ষাধিক ভোটে জয়ী হবেন তিনি, বলেছেন যোরহাট আসনে কংগ্রেস-প্রার্থী গৌরব

যোরহাট (অসম), ৪ জুন (হি.স.) : ধোঁপে টেঁকেনি, ব্য়র্থ, দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল এগজিট পোল। বুথ সমীক্ষা ছাপিয়ে লক্ষাধিক ভোটে জয়ী হবেন তিনি, বলেছেন যোরহাট আসনে কংগ্রেস-প্রার্থী গৌরব গগৈ। এখন সরকারিভাবে সর্বশেষ ফলাফলের অপেক্ষায় তিনি।

যোরহাট আসনে বিজেপি-প্রার্থী বিদায়ী সাংসদ তপন গগৈকে ১,৩৭,৪৬২ ভোটের ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন কংগ্রেস-প্রার্থী তথা বিদায়ী সাংসদ গৌরব গগৈ। এ পর্যন্ত গণনার ফলাফল অনুযায়ী গৌরব গগৈ পেয়েছেন ৭,২২,৬৪৫টি ভোট। ৫,৮৫,১৮৩ ভোট পেয়েছেন বিজেপির তপন গগৈ।

ভোট গণনা কেন্দ্র চত্বরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন, ইতিমধ্য়ে তিনি দুটি ভোট গণনা কেন্দ্র ঘুরে এসেছেন। গণনা প্রক্রিয়ায় সন্তুষ্ট তিনি। গৌরব বলেন, তাঁদের নেতা রাহুল গান্ধী আগেই এগজিট পোলগুলিকে ‘মোদী পোল’ বলে খারিজ করেছিলেন। রাহুলজির এই দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। গ্রাউন্ড রিয়ালিটি এগজিট পোল থেকে ভিন্ন হতে চলেছে, বলেন গৌরব।