সাংবিধানিক সমাধানের জন্য স্বার্থ ত্যাগ করে লম্বা লড়াই জারি রাখতে হবে, ধৈর্য্য হারালে হবে না : প্রদ্যোত

আগরতলা, ৪ জুন: গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধানের জন্য স্বার্থ ত্যাগ করে লম্বা লড়াই জারি রাখতে হবে। ধৈর্য্য হারালে হবে না। আজ সামাজিক মাধ্যমে  তিপ্রাসাদের উদ্দেশ্য এমনই বার্তা দিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। সাথে তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী মহারানী কৃতি দেবী দেববর্মণকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য গোটা  তিপ্রাসাদের ধন্যবাদ জানিয়েছেন।

এদিন তিনি বলেন, জাতির থেকে দল কখনোই বড় নয়। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী জয়লাভ করছেন বলে বিরোধী দলের কর্মীদের আঘাত করার কল্পনা করা ভুল হবে। তাদেরকে আক্রান্ত করার মানে তিপ্রাসা জনগোষ্ঠীকে আক্রমণ করা হবে। কারণ, আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে।

এদিন তিনি বলেন, আমাদের লক্ষ্য স্থির আছে। আমাদের সাংবাধিক অধিকারের জনঢ় লড়াই করতে হবে। দেশকে ভাবনার সাথে এগিয়ে যেতে হবে। নিজের স্বার্থ দেখলে হবে না।