গান্ধীনগর, ৪ জুন (হি.স.): গুজরাটের গান্ধীনগরে ৪ লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অমিত শাহ এগিয়ে রয়েছেন ৪,৮৮,২৫০টি ভোটে। বিজেপি এমনিতেই গুজরাটের সুরাট আসনে জিতে আছে।
গুজরাটের ২৬টি সংসদীয় আসনের মধ্যে ২৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। জিতে আছে একটি আসনে এবং কংগ্রেস দু’টি আসনে এগিয়ে রয়েছে।

