লখনউ, ৪ জুন (হি.স.) : উত্তর প্রদেশে প্রত্যাশা পূরণ হল না বিজেপির। হতাশাজনক ফল করেছে গেরুয়া শিবির। দুপুর বারোটায় নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৩৬টি আসনে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এগিয়ে ৩৪টি আসনে।
উত্তর প্রদেশে কংগ্রেস এগিয়ে রয়েছে ৭টি আসনে এবং রাষ্ট্রীয় লোক দল এগিয়ে দু’টি আসনে ও আজাদ সমাজ পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে উত্তর প্রদেশে এবার আশানুরূপ ফল করল না বিজেপি।