ইসলামাবাদ, ৩ জুন (হি. স.) :পাকিস্তানের হায়দরাবাদ এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১২ জন। এলপিজি সিলিন্ডার বাস্ট করে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। একাধিক শিশু আহত হয়েছে।
জানা গেছে, রবিবার পাকিস্তানের হায়দরাবাদের মীর নবী বক্স টাউন রোডের পাশে একটি দোকানে এলপিজি সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণের দোকান সম্পূর্ণ ধ্বংস হয়।পুড়ে আহত হয়েছেন কমপক্ষে ৬০জন। যাদের মধ্যে অধিকাংশই শিশু। ঘটনায় মৃত্যু হয় ১২ জনের। ৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদের লিয়াকত মেডিকেল হাসপাতাল এবং করাচি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ স্বয়ং মেডিকেল কলেজে গিয়ে আহতদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের কথাও ঘোষণা করেছেন তিনি।