মুম্বই, ৩ জুন (হি. স.): ভারতের প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে যাদব বলেছেন, “আমার কেরিয়ার জুড়ে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”
ভারতের হয়ে ১৬ নভেম্বর, ২০১৪-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যাদবের অভিষেক হয়। আর ১৭ জুলাই, ২০১৫-এ জিম্বাবুয়ের বিরুদ্ধে তার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল।