কলকাতা, ২ জুন (হি. স.): রবিবার সকালে শুভেন্দু অধিকারী টুইট করে উস্কে দিলেন ভোট-হিংসা প্রসঙ্গ। দাবি করলেন, পুলিশি সন্ত্রাসের। শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেল থেকে রবিবার অভিযোগ করে লেখেন, আমি একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, শ্রী অবভারু রবীন্দ্রনাথ (আইপিএস), ডিআইজি (নিরাপত্তা), ডিরেক্টরেট অফ সিকিউরিটি, গতকাল কলকাতা অফিসে বৈঠক করে নির্দেশ দেন যে একজন করে অফিসার এবং দু”জন করে কনস্টেবল সিভিল ড্রেসে প্রতিটি গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন।
এর পরে শুভেন্দু আরও সরাসরি অভিযোগ তুলে লেখেন, মিস্টার রবীন্দ্রনাথ আমি জানি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে আছেন এবং তাঁর নির্দেশেই গতকাল সন্দেশখালিতে উপস্থিত ছিলেন ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে। এর পাশাপাশিই শুভেন্দু উল্লেখ করেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, গণনার দিন রাজ্য পুলিশ প্রথম নিরাপত্তা বলয় পেরিয়ে যেতে পারবে না। সেটা নিশ্চিত করার কথা বলেছেন শুভেন্দু।
এছাড়াও বিরোধী দলনেতা অভিযোগ করেন, ভোটগণনা প্রক্রিয়া ব্যাহত করতে তৃণমূল বহু দূর যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে এবং গণনা কেন্দ্রের সমস্ত প্রোটোকল নিশ্চিত করতে হবে।