ভোট মিটতেই গোরক্ষধাম মন্দিরে যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ২ জুন (হি. স.): দেশে চব্বিশের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট মিটতেই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা নিয়ে বসে পড়েছেন বিশেষজ্ঞরা। আর তাতেই দেখা যাচ্ছে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত মিলছে। উত্তর প্রদেশেও আবারও পদ্ম ফুটতে চলেছে। অন্তত এক্সিট পোলের হিসাব তাই বলছে।

এমতাবস্থায় রবিবার সকাল সকাল গোরক্ষপুরের গোরক্ষধাম মন্দিরে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঈশ্বরের দর্শন সেরে এদিন তিনি শিশুদের হাতে খাবার তুলে দেন। মন্দিরে গরুদেরও নিজের হাতে খাবারও খাওয়ান বলে জানা গেছে।