মুম্বই, ২২ আগাস্ট (হি.স.) : শেষমেষ পদ্মাবতী ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর
সিংকে| বনশালির কাছে পদ্মাবতীর ন্যারেশন চেয়েছিলেন রণবীর সিং| সেই কারণে চটে গিয়ে নাকি রণবীরকে ছবি থেকে বাদই দিয়ে দিয়েছেন বনশালি| এমন একটা খবর শোনা যাচ্ছিল| সেসব মিথ্যে করে রণবীরই থাকছেন ছবিতে| বনশালিও নাকি রাজি হয়ে গেছেন| রণবীরতে ন্যারেশন দিতে আপত্তি নেই তাঁর|
শোনা যায়, পদ্মাবতীর স্বামী মেবারের রানার চরিত্রে শাহিদ কাপুর ফাইনালাইজহওয়ার পর রণবীর শোনেন, তাঁর থেকে নাকি ছবিতে শাহিদের চরিত্রটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে| তাই বনশালির থেকে ন্যারেশন চেয়েছিলেন তিনি| তাতেই নাকি চটে যান বনশালি| কিন্তু সমস্যা এখন মিটে গেছে| বনশালির সঙ্গে এর আগে দুটি ছবি করে ফেলেছেন রণবীর সিং| পদ্মাবতীতে তিন নম্বর ছবি|
2016-08-23

