কলকাতা, ১ জুন (হি.স.): লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন টলিউড অভিনেতা তথা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। এবারের লোকসভা নির্বাচনেও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সংসদীয় আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব।
শনিবার কলকাতার একটি বুথ কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী। ভোট দেওয়ার পর দীপক অধিকারী বলেছেন, “কোনও রাজনৈতিক দলের তুলনায় দেশই বড়।”