পারিবারিক আর্থিক অনটনকে তুচ্ছ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান দখল অপি দেবনাথের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মে: পারিবারিক আর্থিক অনটনকে তুচ্ছ করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের যুবরাজনগর বিধানসভার চারুপাশা গ্রামের মেয়ে অপি দেবনাথ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান দখল করে সকলের নজর কেড়েছে। তার এই সাফল্যের পরিবারসহ এলাকার প্রত্যেকে দারুন খুশি।

যুবরাজনগর বিধানসভার অন্তর্গত চারুপাশা গ্রামের মেয়ে অপি দেবনাথ ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত টিবিএসই দ্বাদশ শ্রেণী পরীক্ষায়  দশম স্থান দখল করে নিজের গ্রাম ও স্কুলের নাম উজ্জ্বল করেছে। ত্রিপুরার মধ্যে অপি দেবনাথ দশম স্থান অধিকার করেছে। আজ ওকে সংবর্ধনা জানাতে ওর বাড়িতে আসেন যুবরাজনগের প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ ও_বি_সি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ ।

এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নান্টু গোস্বামী সহ সকল কার্যকর্তারা।  অপি দেবনাথের ফলাফল দেখে পাড়া-প্রতিবেশী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মনে আনন্দের উল্লাস রয়েছে। ওপি দেবনাথ জানান যে পারিবারিক আর্থিক দিক দিয়ে সে অনেক দুর্বল। এখন অপি দেবনাথের স্বপ্ন যে ও আইএএস অফিসার হবে। কিন্তু আগামীদিনের পড়াশোনায় ওর আর্থিক দিক দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সকল সংবাদমাধ্যম এবং ত্রিপুরা সরকারের কাছেও অপি অনুরোধ রেখেছে যে আর্থিক দিক দিয়ে যেন ওকে সাহায্যর হাত বাড়িয়ে দেয় সবাই যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *