টিএফএ-র নতুন গভর্নিং বডির ৩৫ জনের নাম ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন গভর্নিং বডির ৩৫ জনের নতুন সদস্যর নাম ঘোষণা করলেন রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী। 

নির্বাচনকে সামনে রেখে ২৯০ জন আজীবন সদস্যদের মধ্যে মোট ৪৪ জন নমিনেশন জমা দিয়েছিলেন। তার মধ্য থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৯ জন নমিনেশন প্রত্যাহার করেন।‌ ফলে বাকি থাকা ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী। গভর্নিং বডির নির্বাচিত সদস্যরা হলেন: অসিত চৌধুরী, অভিজিৎ রায়, অভিজিৎ বণিক, অভিজিৎ লোধ, অমলেন্দু কিশোর চৌধুরী, বিমান কান্তি রায়, বিপ্লব চক্রবর্তী, বাসুদেব চৌধুরী, চঞ্চল নন্দী, দীপক বণিক, দেবাশীষ দত্ত, হাবুল ভট্টাচার্য, জহরলাল ঘোষ, কনক চৌধুরী, কিশলয় ঘোষ, নারায়ণ চন্দ্র নন্দী, নিন্নাজ পাল, প্রিয়ব্রত দেববর্মা, রতন লাল দেব, রূপক সাহা, রূপক মজুমদার, শুভম গুপ্ত, সুব্রত দত্ত চৌধুরী, সুবল সাহা, শুভম চৌধুরী, সমর মজুমদার, সঞ্জীব আচার্য, সুশোভন চন্দ, সঞ্জীব মজুমদার, সুবীর সরকার, সুভাষচন্দ্র বোস, শংকর প্রসাদ দত্ত, তপন সূত্রধর, তিমির চক্রবর্তী ও তন্ময় দেববর্মা। এদিকে, আগামী ২৬ মে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জেনারেল বডির মিটিং অনুষ্ঠিত হবে সেখানেই গঠন করা হবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি।