নয়াদিল্লি, ১৭ মে (হি. স.) : স্বাতী মালিওয়ালকে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ পাওয়ার পর শুক্রবার দিল্লি পুলিশের একটি টিম পৌঁছেছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমারের বাসভবনে। কিন্তু জল বোর্ডে থাকা এই বাসভবনে ঢোকারই অনুমতি পেল না দিল্লি পুলিশ। বাড়ির সামনে কার্যত বেশ কিছুক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার পর খালি হাতেই ফিরতে হয় তদন্তকারীদের। মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ির সামনে থেকে দিল্লি পুলিশের ফিরে আসা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উল্লেখ্য, বৃহস্পতিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করার পর শুক্রবার দিল্লির তিশ হাজারি আদালতে বয়ান রেকর্ড করতে যান স্বাতী মালিওয়াল। যদিও এখনও পর্যন্ত এই অভিযোগের প্রেক্ষিতে কিছু বলেননি বিভব কুমার।