ভেলোর, ১৭ মে (হি.স.): বন্দে ভারত ট্রেনে সফর করলেন দক্ষিণ চেন্নাই লোকসভা আসনের বিজেপি প্রার্থী তামিলিসাই সৌন্দররাজন। শুক্রবার সকালে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে ভেলোরের কাটপাড়িতে যান তামিলিসাই সৌন্দররাজন। এই সফরের পর আনন্দ ব্যক্ত করেছেন তিনি।
তামিলিসাই সৌন্দররাজন এদিন বলেছেন, “আমি বন্দে ভারত ট্রেনের স্বাচ্ছন্দ্য উপভোগ করেছি… প্রধানমন্ত্রী মোদী পুরানো প্রতিষ্ঠানগুলিকে বদলে দিয়েছেন… এটাই উন্নয়ন। এই নির্বাচনে উন্নয়ন নিয়ে লড়ছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু বিরোধীরা বিভাজনের রাজনীতি নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।”