কেজরির বাসভবনের বাইরে বিজেপির বিক্ষোভ, স্বাতীর ন্যায়বিচার চাইলেন মহিলারা

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে অভব্য আচরণ ইস্যুতে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। শুক্রবার সকালে কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির মহিলা কর্মীরা। স্বাতীর ন্যায়বিচার চাইলেন তাঁরা।

এক মহিলা বিজেপি কর্মী বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের লজ্জিত হওয়া উচিত। মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত এবং দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। স্বাতি মালিওয়ালের ন্যায়বিচার পাওয়া উচিত।” অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার দাবিতে সরব হন তাঁরা। এদিকে, বৃহস্পতিবার গভীর রাতেই মেডিকেল চেকআপের পর দিল্লির এইমস থেকে বেরোতে দেখা যায় স্বাতী।