১৮ মে হিমাচলে কর্মসূচি জে পি নাড্ডার, ফতেহপুরে করবেন নির্বাচনী জনসভা

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): শনিবার, ১৮ মে হিমাচল প্রদেশে নির্বাচনী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার। হিমাচলে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন নাড্ডা। কাংড়া সংসদীয় আসনের বিজেপি প্রার্থী রাজীব ভরদ্বাজের সমর্থনে ফতেহপুর বিধানসভা কেন্দ্রে রেহানে নির্বাচনী সভা করবেন নাড্ডা। পরে তিনি চাম্বা ও বারোটিওয়ালায় সভা করবেন।

লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফায় ভোটগ্রহণ হিমাচল প্রদেশে। আগামী ১ জুন সপ্তম দফায় ভোটগ্রহণ হবে হিমাচল প্রদেশে ৪টি সংসদীয় আসনেই। এবার তাই হিমাচল প্রদেশে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। এই লক্ষ্যে ১৮ মে হিমাচলে বেশ কিছু নির্বাচনী কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার।