আগরতলা, ১৫ মে : আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দির ইকো ক্লাবের উদ্যোগে বুধবার ছাত্রছাত্রীদের মধ্যে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও এদিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইকো ক্লাবের উদ্যোগে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দির বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রায় ১০০ জন ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।