রায়বরেলি, ১৩ মে (হি. স.): মোস্ট এলিজিবল ব্যাচিলর বলা হয়ে থাকে তাঁকে। কবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেটা বারবারই তাঁকে জিজ্ঞেস করেন কর্মী, সমর্থকরা। এতদিন এব্যাপারে তিনি নীরব থাকতেন। কিন্তু লোকসভার চতুর্থ দফার ভোটে তার জবাব দিলেন তিনি।
সোমবার বোন প্রিয়াঙ্কাকে নিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র রায়বরেলিতে প্রচারে আসেন রাহুল। তিনি কবে বিয়ে করবেন তা জানতে চেয়ে প্রশ্ন ছোঁড়ে জনতা। প্রথমে বিষয়টি শুনতে পাননি তিনি। বোন প্রিয়াঙ্কা দাদা রাহুলকে বলেন, আগে ওদের প্রশ্নের জবাব দাও। তখন বিষয়টি বুঝতে পেরে রাহুল বলেন, ‘এবার শীঘ্রই করতে হবে’।
উল্লেখ্য, ওয়ানাডের পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনে রায়বরেলি আসন থেকেও প্রার্থী হয়েছেন কংগ্রেসের বিদায়ী সাংসদ রাহুল গান্ধী। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ওয়ানাড কেন্দ্রে ভোট মিটতেই রায়বরেলি থেকে নিজের মনোনয়ন জমা দেন তিনি।

