BRAKING NEWS

দুই দলের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তেজনা উত্তপ্ত সিমনা তমাকারি নির্বাচনী ক্ষেত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ এডিসির সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ সংঘর্ষে দুই attackদলের আটজন জখম হয়েছে৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷ মামলা ও পাল্টা মামলা করা হয়েছে৷ বুধবার সন্ধ্যায় সিপিএম ও আইপিএফটি তাদের মিছিল বের করে৷ রাত দশটা নাগাদ সরব প্রচারের পর মঙ্গল সর্দার পাড়াতে দুই দলের সংঘর্ষ হয়৷ রাত্যের অন্ধকারে দুই দলের কর্মীরা একে অপরকে আক্রমণ করে৷ সিপিএমের অভিযোগ মিছিল শেষ করে বাড়িতে ফেরার সময় দলীয় কর্মী হরেন্দ্র দেববর্মা ও গোপেন্দ্র দেববর্মাকে আক্রমণ করে আইপিএফটি কর্মীরা৷ তাদেরকে মেরে রক্তাক্ত করে দেয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই সিপিএমের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন৷ দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়৷ আহত হরেন্দ্র ও গোপেন্দ্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রাতেই তাদের জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ এদিকে আইপিএফটির অভিযোগ দলের প্রার্থী মঙ্গল দেববর্মার জয় প্রায় নিশ্চিত এই উপনির্বাচনে৷ এই বিষয়টি মেনে নিতে পারছে না সিপিএম৷ তাই পূর্ব পরিকল্পিতভাবে আইপিএফটির কর্মীর সমর্থকদের উপর একের পর এক আক্রমণ করছে শাসক দল৷ তারই দৃষ্টান্ত বুধবার রাতের ঘটনা৷ দলের নেতাদের বক্তব্য এদিন মিছিল শেষ করে রাতে বাড়ি ফেরার সময় দলীয় কর্মী প্রফুল্ল দেববর্মার উপর আক্রমণ করে সিপিএম ক্যাডার বাহিনী৷ আইপিএফটির অন্যান্য কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে তাদেরকেও মারধর করা হয়৷
বুধবার রাতে সিমনা তমাকারি কেন্দ্রের মাচিয়াবাড়ি এলাকায় সিপিএম ও আইপিএফটির মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার উত্তপ্ত ছিল পরিস্থিতি৷ এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য৷ জেলা শাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারীকরা এলাকা পরিদর্শন করেছেন৷
বুধবার রাতে ঘটনার জের এসে পড়েছিল বৃহস্পতিবারও৷ এদিন গোটা সিমান তমাকারি কেন্দ্র ছিল উত্তপ্ত৷ কিন্তু জল গড়াতে পারেনি বিশাল সংখ্যায় টিএসআর ও পুলিশ বাহিনীর জন্য৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছেন জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে এবং পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি৷
বুধবারের ঘটনার পর প্রতিবাদ জানিয়ে সিমনার সাচিয়াবাড়ি থেকে বিক্ষোভ মিছিল করে সিপিএম৷ যদিও এই পরিস্থিতিতে পুলিশ সিপিমকে মিছিলের অনুমতি দেয়নি৷ তারপরও মিছিল যায় মুড়াবাড়িতে৷ সেখানে যেতেই মিছিলের গতি রোধ করে পুলিশ৷ সেখানে আগে থেকেই ছিল আইপিএফটির কর্মী সমর্থকরা৷ পরিস্থিতি একসময় রণক্ষেত্রের রূপ ধারণ করার উপক্রম হলে টিএসআর বাহিনী নিয়ন্ত্রণে আনেন৷ ঘটনাস্থলে পৌঁছে জেলা শাসক সাফ জানিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলার অবনতি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
বৃহস্পতিবার দিনভর সিধাই থানায় অবস্থান করেন পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি সহ রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক৷ ছিলেন সিধাই থানার ওসি সুব্রত দেবনাথও৷ পুলিশ সুপার জানান নির্বাচন পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেখানে৷ যেকোন সভা, সমাবেশ, মিছিল করতে হলে ৪৮ ঘন্টা আগে পুলিশের অনুমতি নিতে হবে৷ উল্লেখ্য আগামী ২৩ আগষ্ট এডিসির সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *