রাজ্যে আসলেন পদ্মশ্রী বিজয়ী স্মৃতি রেখা চাকমা

আগরতলা, ১১ মে : রাজ্যে আসলেন পদ্মশ্রী বিজয়ী স্মৃতি রেখা চাকমা। আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন পরিবারের সদস্য সহ বিশিষ্ঠ জনেরা।

উল্লেখ্য, গত ৯ মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন রাজ্যের স্মৃতিরেখা চাকমা(৬৩)। বয়ন শিল্পে অসাধারণ অবদানের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। স্মৃতি রেখা চাকমা পরিবেশ বান্ধব উদ্ভিজ রঙিন সুতির সুতোকে ঐতিহ্যবাহী ডিজাইনে ফুটিয়ে তুলেছেন কাপড়ে৷ তিনি গ্রামীণ মহিলাদের বয়ন শিল্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য উজিয়া জাধা নামে একটি সামাজিক ও সংস্কৃতি প্রতিষ্ঠান করেছেন৷ তিনি শৈশবে তার দিদাকে ঐতিহ্যবাহী নাগা পদ্ধতি ব্যবহার করে কটি তাঁতে বুনতে দেখছেন এবং এখন তিনি এই কাজে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছেন৷

এদিন তিনি বিমানবন্দরে অবতরণ করে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *