রাজামুন্দ্রি, ৬ মে (হি.স.): অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন জনসেনা প্রধান পবন কল্যাণ। তিনি বলেছেন, “ওয়াইএসআরসিপি জমি ও বালি লুট করছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীই তা বন্ধ করবেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে পবন কল্যাণ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী একজন দূরদর্শী নেতা। প্রধানমন্ত্রী মোদীর জন্যই ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। মোদীর জন্য সন্ত্রাসীরা দেশে ঢুকতে পারছে না।”
পবন কল্যাণ আরও বলেছেন, “কেন্দ্রীয় সরকারের স্কিমগুলির নাম পরিবর্তন করা হচ্ছে ওয়াইএস জগন। জনগণের কল্যাণ ও উন্নয়ন শুধুমাত্র মোদীর নেতৃত্বেই সম্ভব। ওয়াইএসআরসিপি জমি ও বালি লুট করছে। এটা শুধু প্রধানমন্ত্রী মোদীই বন্ধ করবেন।”