নয়াদিল্লি, ৬ মে (হি.স.): আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। দুই পরীক্ষাতেই সার্বিক পাশের হারে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। এ বছর আইসিএসই দশম শ্রেণির পরীক্ষার পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি দ্বাদশের পরীক্ষার পাশের হার ৯৮.১৯ শতাংশ। দশম এবং দ্বাদশের সার্বিক পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, ছাত্রদের পাশের ৯৯.৩১ শতাংশ।
দ্বাদশের পরীক্ষায়ও ছাত্রীরাই এগিয়ে, পাশের হার ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের ৯৭.৫৩ শতাংশ। এ বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন, ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ), ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন (৫২.৮২ শতাংশ), ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন (৪৭.১৮ শতাংশ)। পাশ করেছে ৯৮ হাজার ০৮৮ জন।
এই বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় এবং দ্বাদশের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। সোমবার বেলা ১১টা নাগাদ কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশেন (সিআইএসসিই)-এর নয়াদিল্লির দফতর থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দশম এবং দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রসঙ্গত, এ বছরের আইসিএসই (দশম) শ্রেণির পরীক্ষায় ৬০টি বিষয় ছিল। মোট ৪৭টি বিষয়ে আইএসসি (দ্বাদশ) পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত দশম এবং ১২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছিল।