নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ আগামী সেপ্ঢেম্বরে অস্নাতক এবং নভেম্বরে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের
টেট অনুষ্ঠিত হবে৷ পেপার টু’তে ৫৫৬ জন এবং পেপার ওয়ানে ১১জনকে টেটের মাধ্যমে শিক্ষক পদে নেওয়া হবে৷ মঙ্গলবার মহাকরণে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷
তিনি আরো জানান, ইতিপূর্বে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে, সিমনা তমাকারী আসনে উপনির্বাচন হওয়ায় এখন এই প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে৷ নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হলে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে৷ তিনি জানান, সেপ্ঢেম্বর নাগাদ টেট উত্তীর্ণদের মধ্যে অর্ধেকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে৷ এদিকে, তিনি বলেন, আগামী ২৫ সেপ্ঢেম্বর অস্নাতক এবং ২০ নভেম্বর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের টেট নেওয়া হবে৷
এদিকে, আগরতলায় ইংরেজি মাধ্যম কলেজটির বিষয়ে জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পুরাতন কেন্দ্রীয় সংশোধনাগারে কলেজটির নির্মাণ কাজ জোরকদমে চলছে৷ ২৪ মাস সময় লাগবে এই কলেজটি নির্মাণ হতে৷ শুরুতে কলেজের পেছনের অংশের পেছনের দিকের কাজ চলছে৷ এবিষয়ে আরো খোঁজখবর নিয়ে জানা গেছে, গত ১ আগস্ট থেকে এই কলেজের নির্মাণ কাজ শুরু হয়েছে৷ পুরাতন কেন্দ্রীয় সংশোধনাগারের যে সরকারি আবাসনগুলি ছিল তার অর্ধেক ইতিমধ্যে বিশালগড়ে স্থানান্তর করা হয়েছে৷ তবে, বাকি অর্ধেকে যারা রয়েছেন তারা এখান থেকে যেতে চাইছেন না৷ তাদেরকে অনুরোধ জানানো হয়েছে শীঘ্রই যেন আবাসনগুলি খালি করে দেওয়া হয়৷
এই কলেজটির নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, এখন পাইলিংয়ের কাজ চলছে৷ প্রথমে এডমিনিস্ট্রেটিভ ব্লকের নির্মাণ কাজ সমাপ্ত করা হবে৷ এরপর লাইব্রেরি এবং একাডেমিক ব্লকের কাজ শুরু হবে৷ তিনি জানিয়েছেন, ২৪ মাস সময়সীমার মধ্যেই নির্মাণ কাজ সমাপ্ত করা সম্ভব হবে৷
2016-08-17

