কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরিযায়ী শ্রমিকের বাড়ি

কালিয়াচক, ২৪ এপ্রিল (হি.স.) : কালিয়াচক থানার উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক পরিযায়ী শ্রমিকের বাড়ি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে । ওই গ্রামের সামিউল শেখ নামের এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে আগুন লাগে। ঘটনার জেরে আসবাবপত্র থেকে শুরু করে অলংকার, নগদ টাকা সবই ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

তারপরেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। আগুনের প্রভাব এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, খাদ্যসামগ্রী, নগদ টাকা, সোনা সব পুড়ে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। বেশ কিছুক্ষণ পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। সবকিছু হারিয়ে শ্রমিক পরিবারটি কার্যত খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে।