ভারতে রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছেন মোদীজি : জে পি নাড্ডা

বুলধানা, ২১ এপ্রিল (হি.স.): ভারতে রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছেন মোদীজি। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার মহারাষ্ট্রের বুলধানায় এক জনসভায় নাড্ডা বলেছেন, “আগে রাজনীতি হত ভুয়ো প্রতিশ্রুতি ও ভোটব্যাঙ্ক নিয়ে! কিন্তু এখন, প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে রাজনীতি হল ভোটারদের প্রতি দায়বদ্ধতা। এটা ভোটব্যাঙ্কের রাজনীতি নয়, এখন রিপোর্ট কার্ডের রাজনীতি!”

নাড্ডা এদিন জনতার উদ্দেশ্যে বলেছেন, “আপনারা দেশে একটি স্থিতিশীল সরকার দিয়েছেন, যার ফলস্বরূপ আমরা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ বাস্তবায়ন করেছি। ইউপিএ সরকারের আমলে কী ছিল… দুর্নীতি করুন, পরিবারতন্ত্র বাড়ান, মজা করুন এবং জনসাধারণকে ভুলে যান।” নাড্ডা আরও বলেছেন, “আমরা দেশের জনগণের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দরিদ্র, মহিলা, দলিত, ওবিসি, কৃষক এবং যুবকদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমাদের সরকার ঘোষণা করেছে, দেশের দরিদ্রদের জন্য ৩ কোটি নতুন পাকা বাড়ি নির্মাণ করবে। এছাড়াও, মোদীজির দুর্দান্ত নেতৃত্বে আয়ুষ্মান ভারত যোজনা দেশে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *