ভোপাল, ২১ এপ্রিল (হি.স.) : রবিবার জাতীয় সিভিল সার্ভিস দিবস। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং দেশ গঠনে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সিভিল সার্ভিস দিবসে সকল সরকারি কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানাই। এই দিবস উপলক্ষে আমি সেই সমস্ত সরকারি কর্মচারীদের অভিবাদন জানাই যারা দেশের সেবায় তাদের জীবন উৎসর্গ করেছেন এবং একটি শক্তিশালী ভারত গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।”
2024-04-21