ভোট দিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, বললেন সকলের ভোট দেওয়া উচিত

চেন্নাই, ১৯ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রথম দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুক্রবার সকালে চেন্নাইয়ের একটি পোলিং বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন ভোট দেওয়ার পর বলেছেন, “ভোট দিয়ে আমি গর্ববোধ করছি। সমস্ত ভোটারদের উচিত নিজেদের ভোট দেওয়া।” শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটদান পর্ব শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।