জলন্ধর, ১৫ এপ্রিল (হি. স.) : সোমবার জলন্ধরের উমা ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দমকলের ২৫টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
জানা গেছে, আগুনের জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কারখানায় বেশকিছু শ্রমিক উপস্থিত ছিলেন, ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। কী কারণে আগুন লাগলো খতিয়ে দেখছে প্রশাসন।