বিভিন্ন কর্মসূচীর কাজ সময় মত শেষ করার উপর মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

CM DHALAIনিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৯ আগষ্ট৷৷ ধলাই জেলার মানুষের আর্থ-সামাজিক জীবন যাত্রার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচীর কাজ সময় মত শেষ করার উপর মুখ্যমন্ত্রী মানিক সরকার গুরুত্ব আরোপ করেছেন৷ আজ ধলাই জেলা শাসকের কার্যালয়ে জেলা ভিত্তিক এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই গুরুত্ব আরোপ করে বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচী রূপায়নে সমস্ত দপ্তরগুলির মধ্যে একটা সমন্বয় থাকতে হবে৷ অফিসারদের কাজ করতে হবে দায়িত্ব নিয়ে এবং আন্তরিকতার সঙ্গে৷
ধলাই জেলা ভিত্তিক এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি শৈলেস চন্দ্র আচার্য, রাজ্যের মুখ্যসচিব যশপাল সিং, ধলাই জেলার শাসক বিকাশ সিং সহ জেলা ও মহকুমা স্তরের পদস্থ আধিকারিকগণ৷ সভায় স্বস্থ্য, শিক্ষা, পূর্ত কৃষি, উদ্যান পালন, মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ, সেচ, পানীয়জল, বিদ্যুৎ, বন, আবাসন ও সেনিটেশন প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ পর্যালোচনা সভায় জেলার এই সমস্ত উন্নয়ন কর্মসূচী রূপায়ন নিয়ে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তগুলির আধিকারিকদের সমন্বিত করে পরিকল্পনা নিয়ে যাতে কাজ করা যায় সে সম্পর্কে মুখ্যসচিবকে উদ্যোগ নিতে বলেন৷ সভায় মুখ্যমন্ত্রী এই জেলার বিভিন্ন নির্মাণ কাজের বিষয়ে খোঁজখবর নেন৷ পূর্ত আধিকারিক জানান, আমবাসার টাউন হল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে৷ তাছাড়া, আমবাসার চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকাবাড়ী নির্মাণের কাজ চলছে৷ সভায় মুখ্যমন্ত্রী গন্ডাছড়া মহকুমায় পুলিশ স্টেশনের পাকাবাড়ী নির্মাণ, রেভিনিউ ডাকবাংলোর পাকাবাড়ী নির্মাণ, একটি উন্নত মোটরস্ট্যান্ড নির্মাণের বিষয়ে উদ্যোগ নিতে মুখ্যসচিবকে নির্দেস দিয়েছেন৷ ধলাই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৫৩টি রাস্তার কাজ দ্রুত শেষ করতে মুখ্যমন্ত্রী পূর্ত আধিকারিককে নিদের্শ দেন৷
পর্যালোচনায় শিক্ষা দপ্তরের প্রতিনিধি জানান, এবছর ধলাই জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৫০০১ শতাংশ ও ৬১৮৬ শতাংশ৷ শিক্ষার মান উন্নয়নে মুখ্যমন্ত্রী শিক্ষকদের আরো যত্নবান হতে আহ্বান জানান৷ তিনি বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে ভিত্তি করে শিক্ষার বুনিয়াদকে সুদৃঢ় করতে হবে৷ সভায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, প্রায় ৮৬ শতাংশ প্রসব হাসপাতালে হচ্ছে৷ জেলার প্রতিটি গ্রামে ডিডি টি স্প্রে করার কাজ শেষ হয়েছে৷ প্রতিটি গ্রামে নিয়মিত স্বাস্থ্য শিবির করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, জলবাহিত রোগ, ম্যালেরিয়া ইত্যাদি প্রতিরোধে মানুষকে সচেতন করতে ব্যাপক সচেতনতামূূলক প্রচার অভিযান চালাতে হবে৷ জেলার লংতরাইভ্যালী ও গন্ডাছড়া মহকুমায় এই প্রচার অভিযানের কাজ করতে হবে সবচেয়ে গুরুত্ব দিয়ে৷
পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ধলাই জেলায় প্রাণী পালনের উপর গুরুত্ব আরোপ করেছেন৷ তিনি বলেন, মানুষের আর্থ-সামাজিক মান উন্নয়নে প্রাণী সম্পদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে৷ জেলায় এর যথেষ্ট সম্ভাবনাও রয়েছে৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিককে জেয়া আরও ১০টি ব্রুডার হাউস নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সভায় মুখ্যমন্ত্রী ধলাই জেলায় মাছের উৎপাদন আরও বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেছেন৷ তিনি বলেন, জেলায় যাতে মাছের পোনা উৎপাদন প্রয়োজন মত করা যায় তার উদ্যোগ নিতে হবে৷ মাছের চাষ সম্প্রসারিত হলে জেলার মৎস্যচাষীদের আর্থ-সামাজিক মান উন্নয়ন ত্বরান্বিত হবে৷ মুখ্যমন্ত্রী সভায় ধলাই জেলার প্রতিটি জনপদে পানীয় জলের সুযোগ খুব দ্রুত পৌঁছে দেবার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ তিনি বলেন, ধলাই জেলায় কৃষি ও উদ্যান পালনের বিকাশে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে৷ জেলার সার্বিক বিকাশে এই ক্ষেত্রকে কাজে লাগাতে হবে৷ জেলার টিলা জমিতে অর্থকরী ফল ও ফসল চাষের উদ্যোগ নিতে হবে৷ জেলায় উদ্যান পালনে প্রয়োজনীয় ফল ও ফসলের চারা উৎপাদনের জন্য একটি নার্সারী তৈরী করা যায় কিনা তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ ধলাই জেলায় সেচ ব্যবস্থা সম্প্রসারণে মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন৷ সভায় বন দপ্তরের আধিকারিক জানান, জেলায় রাস্তায় পাশে ও নদীর তীরে বৃক্ষরোপণের কাজ চলছে৷ জেলায় যে সমস্ত জনপদে এখনও বিদ্যুৎ পরিসেবা পৌঁছায়নি যে সমস্ত জনপদে খুব দ্রুত বিদ্যুৎ পরিসেবা পৌঁছে দেবার জন্য উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷
ধলাই জেলার আবাসন প্রকল্পগুলির কাজ সময় মত সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে জেলা শাসককে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ধলাই জেলার সার্বিক বিকাশে গন্ডাছড়া, লংতরাইভ্যালী, আমবাসা ও কমলপুর মহকুমার উন্নয়ন কর্মসূচী নিয়মিত ভাবে তদারকি করতে জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসককে নির্দেশ দিয়েছেন৷ তিনি জেলার এই চারটি মহকুমার শাসককেও নিয়মিত ব্লকগুলি পরিদর্শন ও উন্নয়ন কর্মসূচী তদারকি করতে বলেছেন৷ ব্লকগুলির উন্নয়ন কর্মসূচীর পর্যালোচনা নিয়মিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বি ডি ও দের মানুষের সমস্যার কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে৷ জেলার মানব সম্পদ উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে একত্রিত হয়ে কাজ করতে হবে৷ এই বিষয়টিকে রূপ দিতে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন৷ তিনি আগামী সেপ্ঢেম্বর মাসের প্রথম সপ্তাহে এই বিষয়টি নিয়ে সভা করে পরিকল্পনা গ্রহণ করতে বলেছেন৷ তিনি বলেন, ধলাই জেলাকে সামগ্রিক ভাবে এগিয়ে নেওয়ার জন্য সরকারি আধিকারিকদের দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে৷ পর্যালোচনা সভায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে আলোচনায় অংশ নেন জিলা পরিষদের সভাধিপতি শৈলেশ চন্দ্র আচার্য এবং মুখ্যসচিব যশপাল সিং৷