ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুদিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব-১৭ দাবা প্রতিযোগিতা শুরু হবে ২৭ এপ্রিল থেকে। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে আসর হবে এন এস আর সি সি-র দাবা হলঘরে। রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতা থেকে জাতীয় আসরে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দল গঠন করা হবে। ১ জানুয়ারি ২০০৭ সালের পর জন্ম দাবাড়ুরা অংশ নিতে পারবে আসরে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২৬ এপ্রিলের মধ্যে ৫০০ টাকা এন্ট্রি ফি সহ নাম নথিভুক্ত করতে রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
2024-04-11