ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের লীগ পর্যায়ের খেলা আগামীকাল শেষ হচ্ছে। ইতোমধ্যে দুই গ্রুপ থেকে চারটি করে কোন ৮ টি দল কোয়ার্টার ফাইনালে খেলবে তা নিশ্চিত হয়েছে। তবে দলগুলোর পজিশন চূড়ান্তকরণে আগামীকালের ছয়টি ম্যাচের ফলাফলের গুরুত্ব রয়েছে। আগামীকাল ফের তিন মাঠে ছটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একদিন বিরতি কাটিয়ে ফের তিন মাঠে দুই বেলায় ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হলে কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে যাবে। আগামীকালও সকাল বিকেল মিলিযে হবে ৬ টি ম্যাচ। পুলিস ট্রেণিং একাডেমি মাঠে সকাল সাড়ে ৮ টায় ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে, দুপুর ১ টায় জেসিসি খেলবে পোল স্টার এর বিরুদ্ধে। এম বি বি স্টেডিযামে সকাল সাড়ে ৮ টায় শত দল সংঘ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে, দুপুর ১ টায় বনমালীপুর ক্রিকেট ক্লাব খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে। টি আই টি মাঠে সকালে ওপিসি খেলবে চলমান সংঘের বিরুদ্ধে এবং দুপুরে ব্লাড মাউথ ক্লাব খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তবে গ্রুপ-এ থেকে ইউনাইটেড ফ্রেন্ডস, সংহতি, চলমান সংঘ এবং কসমোপলিটন ক্লাব যেমন কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে । তেমনি গ্রুপ বি থেকে জয়নগর ক্রিকেট ক্লাব, স্ফুলিঙ্গ ক্লাব, ইউনাইটেড বিএসটি এবং ব্লাড মাউথ শেষ আটে খেলার ব্যাপারে নিজেদের নিশ্চিত করেছে।
2024-04-11