ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই: মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের ঘরে ভাঙ্গন ধরালো বিজেপি। ৮জন যুবক যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের হয়ে কাজ করতো আজ তারা মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে সামিল করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রতিদিন মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল ছেড়ে ভোটাররা বিজেপি দলে সামিল হচ্ছেন। তার একটাই কারণ দেশবাসীর সুরক্ষার জন্য একমাত্র মোদীজি কাজ করছেন। তিনি বলেন, ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ইন্ডিয়া জোটের আহ্বায়ক তিনি ওনার রাজ্যে ইন্ডিয়া জোটকে সমর্থন করছেন না। রাজ্যের বাইরে ইন্ডিয়া জোট হবে বলছেন। এদিকে কেরালায় কংগ্রেস এবং সিপিএম একে অপরের বিরোধিতা করছে। অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন। নিতিশ কুমার এনডিএ জোটে চলে এসেছেন। ফলে প্রত্যেকেরই একটাই বক্তব্য ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই। তাই এই জোটকে রাজ্যের জনগণও ভরসা করতে পারছেন না। তাই আগামী লোকসভা নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *