লোকসভা নির্বাচনী প্রচার : ১৭ই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল : ত্রিপুরায় লোকসভা নির্বাচনী প্রচারের পারদ সর্বোচ্চ সীমায় পৌঁছাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ এপ্রিল দুপুরে আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপি প্রদেশ মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাথে তিনি যোগ করেন, আগামী ১৫ এপ্রিল কুমারঘাটে পি ডাব্লিউ ডি ময়দানে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র।

এদিন সুব্রত জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ, উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যতবার রাজ্যে এসে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। ফলে, তাঁকে ঘিরে আলাদা উন্মাদনা সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়।

সুব্রত জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিমানবন্দর থেকে স্বামী বিবেকান্দ ময়দান পর্যন্ত অভ্যর্থনা জানাতে বিজেপির বিভিন্ন সাব কমিটি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।