হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রার্থীর, মধ্যপ্রদেশের বেতুলে ভোট স্থগিত

বেতুল, ১০ এপ্রিল (হি. স.): ভোটপ্রচার চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রার্থীর। মধ্যপ্রদেশের বেতুল আসনের বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী অশোক ভালাভির মৃত্যুর কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বসপা প্রার্থীর আকস্মিক মৃত্যুর ফলে নিয়মানুযায়ী বেতুল আসনে আপাতত ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় টিকমগড়, দামোহ, খাজুরাহো, সাতনা, রেওয়া এবং হোসাঙ্গাবাদ আসনের সঙ্গে বেতুলে ভোট হওয়ার কথা ছিল। সেই মতো ২৮ মার্চ শুরু হয় মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। গত ৪ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন ছিল। ৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর দেখা যায় মোট ৮ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বিএসপি প্রার্থী অশোক ভালাভি।