যখন উদ্দেশ্য ঠিক থাকে; মনোবল অটুট থাকে, তখন ফলাফলও সঠিক হয় : প্রধানমন্ত্রী

পিলিভিট, ৯ এপ্রিল (হি.স.): যখন উদ্দেশ্য ঠিক থাকে; মনোবল অটুট থাকে, তখন ফলাফলও সঠিক হয়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন আমরা চারিদিকে শুধু বিকশিত ভারতের নির্মাণ দেখছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার উত্তর প্রদেশের পিলিভিটে এক নির্বাচনী জনসভায় অংশ নেন। এই নির্বাচনী জনসভায় কংগ্রেস ও সমাজবাদী পার্টির একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “সমগ্র বিশ্বের অসুবিধার মধ্যে, ভারত এখন দেখিয়ে দিচ্ছে আমাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। কংগ্রেস সরকার বিশ্বের কাছে সাহায্য চাইত, কিন্তু করোনা সংকটে ভারত সমগ্র বিশ্বে ওষুধ এবং ভ্যাকসিন পাঠিয়েছে। বিশ্বের যেখানেই যুদ্ধ সংকট ছিল, আমরা প্রত্যেক ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে এনেছি। সম্পূর্ণ ভক্তি সহকারে গুরু গ্রন্থ সাহেবের ধর্মগ্রন্থ আফগানিস্তান থেকে ভারতে আনা হয়েছিল। এই সবই হয়েছে আপনাদের একটি ভোটের শক্তিতে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের ১৪ বছরে আখ চাষিরা যা পেয়েছেন, তার থেকে যোগীজির সরকার এখানকার আখ চাষিদের বেশি টাকা দিয়েছে। ইথানল ব্লেন্ডিং নিয়ে দেশে যে বড় প্রচার চলছে তাতে পিলিভিটের কৃষকরা অনেক উপকৃত হবেন।” প্রধানমন্ত্রীর কথায়, “আখ চাষিদের সমস্যা কমাতে বিজেপি সরকার পূর্ণ শক্তি দিয়ে কাজ করেছে। অনেক চিনিকল চালু হয়েছে, অনেক সম্প্রসারিত হয়েছে এবং এই কাজটি ধারাবাহিকভাবে চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *