নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তাতে সাফল্য পাচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। গাঁজা চাষ নিষিদ্ধ হওয়া সত্বেও সরকার ও প্রশাসনের নির্দেশ অমান্য করে রাজ্যের একাংশের মানুষজন অধিক মুনাফার লোভে গাঁজা চাষ করে চলেছেন। উৎপাদিত গাঁজা বহি:রাজ্যে এবং বহির রাষ্ট্রে পাচার হচ্ছে।
এবারে গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল সিধাই থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এসডিপিও ডঃ কমল বিকাশ মজুমদারের নেতৃত্বে চলে এই অভিযান। অভিযানে ১১৭ কিলো অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
এই দিন গাঁজার পাশাপাশি এই অবৈধ গাঁজা মজুত রাখার অভিযোগে রণবীর দেববর্মা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সুরেন্দ্রনগরের তুইসাপুকুর এলাকায় চলে এই অভিযান। জানা গেছে দীর্ঘদিন যাবত গাঁজা চাষের সাথে জড়িত অভিযুক্ত এবং তার পরিবার। সুযোগ বুঝে উৎপাদন করা এই গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল বিকাশ মজুমদার। এই ঘটনাকে কেন্দ্র করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
______