খড়িবাড়ি, ৩ এপ্রিল (হি.স.) : নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সংলগ্ন গৌরসিংজোত এলাকায় লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিল। সেই সময় শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ি ও রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।