আগরতলা, ৩ এপ্রিল: আজ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর মহকুমা অন্তর্গত ধর্মনগর বার অ্যাসোসিয়েশনে ত্রিপুরা রাজ্যের সর্বপ্রথম ভিডিও কনফারেন্স শুনানির সুবিধা উদ্বোধন করা হয়েছে।
ধর্মনগর বার অ্যাসোসিয়েশনে ভার্চুয়াল মাধ্যমে হাইকোর্টের সঙ্গে ধর্মনগর কোর্ট থেকে এখন ফাইল করা যাবে বা ভার্চুয়াল মাধ্যমে ধর্মনগর বার অ্যাসোসিয়েশন থেকে সরাসরি উচ্চ আদালতে হিয়ারিং করা যাবে, আজ এই ভিডিও কনফারেন্স শুনানির সুবিধা উদ্বোধন করা হয় ।
উদ্বোধন করেন জাস্টিস অপরেশ কুমার, ধর্মনগর ডিসট্রিক্ট এবং সেশন জর্জ, ভার্চুয়াল এর মাধ্যমে উদ্বোধন করেন চিপস জাস্টিস হাইকোর্ট অফ ত্রিপুরা ও অন্যান্য জর্জ সহ উপস্থিত ছিলেন ধর্মনগর বার অ্যাসোসিয়েশনের সমস্ত আইনজীবীরা।

