সত্যের জয় হয়েছে, সঞ্জয় সিংয়ের জামিন প্রসঙ্গে বললেন প্রিয়াঙ্কা কক্কর

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : এএপি সাংসদ সঞ্জয় সিং-য়ের জামিন প্রসঙ্গে এএপি দলের জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন এবং বজরং বালি আমাদের সঙ্গে আছেন বলেই আজ সত্যের জয় হয়েছে৷ সেজন্যই এএপি সাংসদ সঞ্জয় সিংকে সুপ্রিমকোর্ট জামিন দিয়েছে। তিনি আরও বলেন, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এই পুরো মামলাটি ভুয়ো এবং বিজেপি এই মামলাটি নিজের কার্যালয়ে বসে সাজিয়েছে। এই কাণ্ডটি নিয়ে ৫০০-র বেশি অভিযান চালিয়েও একটি পয়সাও উদ্ধার হয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টও জানিয়েছে, যখন কোনও টাকার চিহ্নই পাওয়া যাচ্ছে না তখন সঞ্জয় সিং-কে হেফাজতে রাখার কী আছে।

উল্লেখ্য, এএপি সাংসদ সঞ্জয় সিংকে সুপ্রিম কোর্ট মঙ্গলবার জামিন দিয়েছে। তাঁকে ঘুষের টাকা নেওয়ার অভিযোগে ৬ মাস জেলে রাখা হয়েছিল।