ওড়িশার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার সুখ্যাতি দেশ বিদেশে সমাদৃত: রাজ্যপাল

আগরতলা, ১ এপ্রিল: মুক্তধারা অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘উৎকল দিবস’ পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে রাজ্যপাল ‘চাকাদোলা’ নামে একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, উৎকল উৎসবে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। 

রাজ্যপাল বলেন, ওড়িশার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার সুখ্যাতি দেশ বিদেশে সমাদৃত। তিনি ওড়িশার শিক্ষা পরিকাঠামো, ওডিশি নৃত্যকলা, পুরীর জগন্নাথ মন্দির, কোনারকের সূর্য মন্দির, চিল্কা হ্রদ, শিমলি পাল ন্যাশনাল পার্কের বিশেষত্বের কথাও তুলে ধরেন।

উৎকল দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওড়িশা সমাজ ত্রিপুরার মুখ্য পৃষ্ঠপোষক ড. এস কে প্রতিহারি। তিনি সংগঠনের গ্রন্থাগারের বই কেনার জন্য ২০ হাজার টাকা দান করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ওড়িয়া সমাজ ত্রিপুরা-র সচিব প্রফেসর আর কে মহাপাত্র সংগঠনের প্রতিবেদন উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিষ্ণুচরণ পতি। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ড. শরৎ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *