নয়াদিল্লি, ৩১ মার্চ (হি. স.): শনিবার রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কিন্তু বার্ধক্যজনিত কারণে পুরস্কার নিতে সেখানে উপস্থিত থাকতে পারেননি বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। তাই রবিবার আডবাণীর দিল্লির বাসভবনে পৌঁছে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতরত্ন সম্মান তুলে দেন লালকৃষ্ণ আডবাণীর হাতে।
এদিন সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু-সহ আরও অনেকে। সকলের করতালির মাঝে ভারতরত্ন সম্মান গ্রহণ করেন বর্ষীয়ান বিজেপি নেতা। হাত মিলিয়ে তাঁকে শুভেচ্ছা জানান পাশে বসা প্রধানমন্ত্রী।