নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ আগস্ট ৷৷ সোমবার সন্ধ্যা ৭টায় চড়িলামে পুলিশবাহিনী ও ডিসিএম নেশাবিরোধী অভিযানে নেমে আনুমানিক ৩০-৪০ হাজার টাকায় নেশার ট্যাবলেট, বিলাতিমদ, দেশীমদ ও পেট্রোল, ডিজেল উদ্ধার করেন৷ চড়িলাম এলাকায় চিহ্ণিত নেশাখোর সন্ত্রাসীদের দখলে চলছে ব্যাপক অর্থবানিজ্য৷ চড়িলাম বাজার এলাকা থেকে ডিসিএম উত্তম দাস বৈষ্ণব ও বিশালগড় থানায় পুলিশবাহিনী আধিকারিক উত্তম দাস নেশাবিরোধী অভিযানে নেমে কয়েকটি দোকানে হানাদিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করেন৷ বিকাশ দেবনাথ নামে এক ব্যক্তি পানের দোকান থেকে প্রচুর নেশার টেবলেট ও বিলেতী মদ উদ্ধার করেন৷ তাছাড়া প্রাণকৃষ্ণ সাহার দোকানেও হানা দেয়৷ বাজার এলাকায় ঘুরে সেখানকার সাধারন মানুষের সঙ্গে কথা বলে জানা যায় বাজারে দিনদুপুরে মদ বিক্রি করার অভিযোগ ও নেশায় টেবলেট চড়িলামে প্রচুর পরিমানে বিক্রি হয়৷ জানা গেছে প্রতিদিন চড়িলাম বাজারে বিভিন্ন দোকানে নেশার সামগ্রী আমদানি করে এলাকায় বেকার যুব সমাজকে নেশা ধরিয়ে ধংবস করে দিচ্ছে৷ এলাকায় সহজ সরল ছাত্র ও বেকার ছেলেরা এই নেশা সামগ্রী খেয়ে বিভিন্ন রকম উশৃঙ্খলতামূলক কাজ করে বেড়াচ্ছে৷ কেউ কথা বলতে পারে না এলাকায় অভিভাবক মহল৷ তাঁরা কোন না কোন নেতার আত্মীয় বলে পরিচিত৷ তাই আজ চড়িলামের ডিসিএম বিভিন্ন এলাকা ঘুরে ২০০ লিটার দেশী মদ উদ্ধার করেন৷ সঙ্গে দুজনকে গ্রেপ্তারও করেন৷ এই যুব সমাজকে বাঁচানোর জন্য তিনি অভিযান চালাবে বলে জানান৷